আলম আরা মিনু নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অন্যতম একজন তিনি। জন্ম ১৯৭৬ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি কুমিল্লায়। শৈশবও কেটেছে সেখানেই। পৈতৃক বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামে। বাবা মো. ইয়াকুব আলী এবং মা বেগম আয়েশা খাতুন। তিন বোন এক ভাইয়ের মধ্যে মিনু তৃতীয়। বাংলাদেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী শামীম আরা অনু তাঁর ছোট বোন। এ পর্যন্ত প্রায় শতাধিক বাংলা চলচ্চিত্রের জন্য গান করেছেন তিনি। মূলত "যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা" গানটির জন্য সবার কাছে জনপ্রিয় মিনু। গানটির সুরকার তাঁরই দাম্পত্যসঙ্গী এবং দেশের অন্যতম শ্রোতাপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফ। লামিয়া আশরাফ অদ্বিতীয়া নামে মিনু-সেলিম দম্পতির একটি কন্যাসন্তান আছে।
১৯৮৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে মনোনীত হন তিনি। তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৯ খ্রিস্টাব্দে। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। এরপর একাধারে বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে গান নিয়ে কাজ করেন এবং ২৫টি একক অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী।
এ পর্যন্ত প্রায় শতাধিক বাংলা চলচ্চিত্রের জন্য গান করেছেন তিনি। নিজের সুরেও গেয়েছেন বহু গান। এছাড়া ছদ্মনামেও বেশ কিছু গান লিখেছেন এবং সুর করেছেন এই শ্রোতানন্দিত শিল্পী। তাঁর প্লেব্যাক করা উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘মা বাবা সন্তান’ (২০১৫), ‘ইভটিজিং’ (২০১৩), ‘মন ছুঁয়েছে মন’ (২০০৯), ‘এ চোখে শুধু তুমি’ (২০০৮) । প্রায় ৪৫টি দেশে গান পরিবেশন করা প্রতিশ্রুতিশীল এই শিল্পী, সংখ্যার চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দেন। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত একাডেমি গড়ার প্রস্তুতি নিচ্ছেন স্বনামখ্যাত এই সংগীতশিল্পী।