ইসমাত আরা ইভা

নতুন প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী ইসমাত আরা ইভা। ইতোমধ্যেই সঙ্গীতের বিভিন্ন শাখায় স্বকীয়তার প্রমাণ রেখেছেন তিনি। পেয়েছেন দর্শক শ্রোতার ভালোবাসা। ইসমাত আরা ইভার জন্ম ২৮ মার্চ খুলনায়। মা ফজিলা খাতুন, বাবা শেখ ইমদাদুল হক। বিএন হাইস্কুলে পড়ালেখা করেছেন ইভা। তার শখ গান শোনা আর গান করা। শিল্পী ইভার মেজভাই গান শিখতেন। তাকে গানের স্কুলে নিয়ে যেতেন মা ফজিলা খাতুন।