আশফাকুল বারী রুমন
গিটারিস্ট হিসেবে যাত্রা করলেও বর্তমানে গানের জগতে বেশ সুনাম অর্জন করেছেন শিল্পী আশফাকুল বারী রুমন। ছাত্রাবস্থায় প্রবেশ করেন সংগীত জগতে। কর্মজীবনের শুরুতে গিটারিস্ট হিসেবে কাজ করলেও বর্তমানে সুরকার, গীতিকার, সংগীত আয়োজকসহ নানাবিধ কাজের সাথে জড়িত। শিল্পী রুমন ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ‘ইগনিয়াস’ ব্যান্ড। প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেছেন একাধিক নাটক, সিনেমাতে। এর মধ্যে উল্লেখযোগ্য-মেঘ রোদ্দুর খেলা প্লেব্যাক, দেবী সিনেমায় থিম সং এর সুরকার, বিজয়গাঁথা টাইটেল ট্রাক ক্রিয়েশন এন্ড প্লেব্যাক এবং ঝরা পাতার কাব্য নাটকে প্লে-ব্যাক এবং ক্রিয়েশন।