আলী সুমন
শিল্পী আলী সুমন এর জন্মস্থান ঢাকা। শিশু বয়স থেকেই তিনি সংগীতের সাথে জড়িত। তৃতীয় শ্রেনীতে পড়া অবস্থায় হাতেখড়ি নেন সংগীতে। সুমন ১৯৮৭ সালে সিএইচআইএমই ব্যান্ড-এ ভোকালিস্ট হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে নিজেই ‘পেন্টাগন’ নামক ব্যান্ড প্রতিষ্ঠা করেন। আর নিয়মিতভাবে কাজ করেন ভোকালিস্ট, এ্যকস্টিক গিটারিস্ট এবং পারকাশনিস্ট হিসাবে।