বিজন চন্দ্র মিস্ত্রী
Episode: 0
বিজন চন্দ্র মিস্ত্রী
বরগুনা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৯৬৮ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

নজরুল সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র বিজন চন্দ্র মিস্ত্রী। নজরুল সঙ্গীতকে নিজের মাঝে ধারণ করে এগিয়ে চলেছেন আপন মনে। জন্ম ৮ জুন, বরগুনা জেলার আমতলীর নীমতলী গ্রামে। বাবা মহেন্দ্র নাথ মিস্ত্রী ও মা পুস্প রানী। নজরুল সঙ্গীতশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী ১৯৯৩ খ্রিস্টাব্দে বরগুনা জেলা স্কুল থেকে এস এস সি ও ১৯৯৫ তে আমতলী ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি সম্পন্ন করেন। মিউজিক নিয়ে অনার্স সম্পন্ন করেন সরকারি সংগীত কলেজ থেকে। এরপর মিউজিকে মাস্টার্স সম্পন্ন করেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। বিজন চন্দ্র মিস্ত্রী গানের জীবন শুরু করেন ১৯৯৪ খ্রিস্টাব্দে। তাঁর প্রথম সঙ্গীত গুরু ছিলেন যতীন মজুমদার। গানের জগতে আদর্শ হিসেবে মানেন উস্তাদ রশীদ খান, নিলুফার ইয়াসমিন, সুমন চৌধুরী ও খায়রুল আনাম শাকিলকে। তাঁর প্রথম মোলিক গান “তোমার অভিমানী এ আঁখি“। প্রথম নাটকে গান করেন “রাজবন্দীর জবানবন্দী” নাটকে “শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়” গানটি। প্রথম সিনেমায় প্লেব্যাক করেন “প্রিয়া তুমি সুখী হও” সিনেমার “চেয়োনা সুনয়না” ও “আজো মধুর বাঁশরী বাজে”। এই শিল্পীর প্রথম গানের এ্যালবাম “ঠাঁই যেন পাই চরণে”। শৈশবে কীর্তন শুনে গানের প্রতি আগ্রহী বিজন চন্দ্র মিস্ত্রী বাংলাদেশ বেতারে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের বিশেষ শ্রেণীর শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত। বর্তমানে ছায়ানটের শিক্ষক হিসেবে নিয়োজিত এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্য বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নজরুল সঙ্গীতে বিশেষ কৃতিত্বের জন্য নজরুল একাডেমী থেকে পেয়েছেন নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল শিল্পী প্রকল্প স্বীকৃতি পুরস্কার-২০০৯। ২০১২ তে এম.এস.এল. প্রোডাক্ট থেকে নজরুলের শ্যামা সঙ্গীত নিয়ে ‘মাটির প্রতিমা ও পূজার গানের অ্যালবাম শক্তিময়ী মা প্রকাশিত হয়েছে।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400