টি. ডব্লিউ সৈনিক
ক্যামেরার সঙ্গে তাঁর কাজের মেলবন্ধন, তিনি পেশায় সিনেমাটোগ্রাফার। বহুমাত্রিক গুণের অধিকারী টি. ডব্লিউ সৈনিক গান লেখা, বিজ্ঞাপনচিত্র ও ডকুমেন্টারির স্ক্রিপ্ট লেখা, নাটক ও বিজ্ঞাপন চিত্র নির্মাণে সিদ্ধহস্ত হলেও কণ্ঠশিল্পী হিসেবে তাঁর পরিচয় ব্যাপকভাবে সমাদৃত। তাঁর গাওয়া গানের মধ্যে অন্যতম জনপ্রিয় গান - ‘তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’।