স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা তিমির নন্দী। যখন মাত্র সাড়ে তিন বছর, তখন থেকেই কোন ওস্তাদ ছাড়াই তবলা বাজানো শুরু। পাঁচ বছর বয়সে নিজেই হারমনিয়ামে সুর তোলেন তিনি। তখন বিভিন্ন অনূষ্ঠানে ডাক পড়ে ছোট্ট তিমিরের। ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে গান গেয়ে প্রেরণা জেুগিয়েছেন মুক্তিকামী লাখো যোদ্ধাকে।
গানে গানেই কাটে তাঁর জীবন। বর্তমানে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন থেকে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছেন। তাঁর গাওয়া ‘তোমারে লেগেছে এত যে ভালো’ ‘ওগো চাঁদ কোথায় পেয়েছ এত আলো’, ‘বাঁধন খুলে দিলাম’, ‘ঝর ঝর বারিধারা সন্ধ্যায়’, ‘এ আমার জীবন ধোয়া শ্রেষ্ঠ পরিচয়’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।