কামাল আহমেদ

শিল্পী কামাল আহমেদ জন্মগ্রহণ করেন পাবনাতে। বাবা কিয়াম উদ্দিন বিশ্বাস এবং মা আজিজা খাতুন। উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন পর্যন্ত তাঁর বেড়ে ওঠা পাবনাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ঢাকায় এসে ছায়ানটে রবীন্দ্রসংগীতের তালিম নেয়ার অধ্যায়টি ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। সেখানে তিনি বহু গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন - ওয়াহিদুল হক, সন্ জীদা খাতুন, ইখতিয়ার ওমর, সিরাজুস সালেকিন প্রমুখ। শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ ফুল মোহাম্মদের কাছ তালিম গ্রহণ করেন তিনি।