ইয়াসমিন ফায়রুজ
বতর্মান সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। দর্শক-শ্রোতার কাছে বাঁধন নামেই বেশী পরিচিত তিনি। তার আরও একটি পরিচয়, তিনি বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এর কন্যা। গানের প্রতি ভালোবাসা থেকেই মায়ের পথে হাঁটেন শিল্পী বাঁধন। বাল্যকাল থেকেই মায়ের গান শুনে শুনে শিল্পী হওয়ার অদম্য বাসনা মনে লালন করতেন তিনি। এরপর সংগীতে হাতেখড়ি নিয়েছেন সংগীতজ্ঞ অনিল কুমার সাহা এর কাছ থেকে। আর ৫ম শ্রেনীতে পড়া অবস্থায় শুরু হয় তার সংগীতে আনুষ্ঠানিক যাত্রা।