খাজা মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন প্রধানিয়া। বন্ধুরা ডাকতো “গানওয়ালা” বলে।পারিবারিক পরিমন্ডলে ছোটবেলায় গান শেখা শুরু। গানের ক্ষেত্রে রোমান্টিসিজম নিয়ে কাজ করতে পছন্দ। অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নজরুলের গান নিয়ে। শাওন গানওয়ালা, একাধারে একজন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী। নিয়মিত গান করছেন টিভি নাটক আর সিনেমায়। য-ফলা নামের নিজের একটি ব্যান্ড আছে। স্টাডি করে নজরুলগীতিকে নতুনভাবে উপস্থাপন করতে চান এই ব্যান্ডের মাধ্যমে।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।