এনিগমা মাল্টিমিডিয়ার আয়োজনে ‘আজ গানের দিন’ সঙ্গীতানুষ্ঠানটি প্রতি রবিবার রাত ১০টায় সরাসরি প্রচারিত হয়।
প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমায় ২০০১ সালে প্রথম প্লেব্যাক করার মধ্য দিয়ে পেশাগত সঙ্গীতজীবনের পথচলা শুরু নাজু আখন্দের। এ গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেলআই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে ২২৩টি গান প্লেব্যাক করেছেন এ শিল্পী। বেশ কয়েকটি একক অ্যালবামও করেছেন। ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’- বাপ্পা মুজমদারের সুর-সঙ্গীতে নাজুর আখন্দের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।