প্রেস রিলিজ

একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ হল সংবাদমাধ্যমের সদস্যদের তথ্য সরবরাহের উদ্দেশ্যে, একটি দাপ্তরিক বিবৃতি প্রদান বা কোনও ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া একটি দাপ্তরিক বিবৃতি।

‘আজ গানের দিন’র দ্বিতীয় পর্বে গাইবেন নাজু আখন্দ
May 24
‘আজ গানের দিন’র দ্বিতীয় পর্বে গাইবেন নাজু আখন্দ

এনিগমা মাল্টিমিডিয়ার আয়োজনে ‘আজ গানের দিন’ সঙ্গীতানুষ্ঠানটি প্রতি রবিবার রাত ১০টায় সরাসরি প্রচারিত হয়। 

প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমায় ২০০১ সালে প্রথম প্লে­ব্যাক করার মধ্য দিয়ে পেশাগত সঙ্গীতজীবনের পথচলা শুরু নাজু আখন্দের। এ গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেলআই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে ২২৩টি গান প্লে­ব্যাক করেছেন এ শিল্পী। বেশ কয়েকটি একক অ্যালবামও করেছেন। ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’- বাপ্পা মুজমদারের সুর-সঙ্গীতে নাজুর আখন্দের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান।