তরিক মৃধা
Episode: 0
তরিক মৃধা
গোপালগঞ্জ

আপনার নেটওয়ার্কে ১২৭ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

’সেরাকন্ঠ’ খ্যাত তরিক মৃধা নতুন প্রজন্মের একজন প্রতিভাবান গায়ক । স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই শিল্পীর গায়কীতে দক্ষতার ছাপ স্পষ্ট। বর্তমানে বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তরিক।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ও আলেয়া বেগম দম্পতির সুযোগ্য সন্তান তরিক মৃধা।
১৩ মার্চ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী গ্রামে জন্ম নেয়া তরিক, সাত বোন দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিভাগ থেকে আর্ট অব পারফরম্যান্স এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এই তরুণ।

প্রতিশ্রুতিশীল এই শিল্পীর গানে হাতেখড়ি পারিবারিক উদ্যোগে। বড় বোন খালেদা খানমের অনুপ্রেরণা ও আরেক বোন দোলেনা পারভীনের প্রচেষ্টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওয়েসিস একাডেমিতে গান শেখা শুরু তরিকের। সেখানে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরু পলাশ সরকার। পরবর্তীতে গাজীপুরের টংগীতে চতুরঙ্গ শিল্পকলা একাডেমিতে ওমর ফারুক সুজনের কাছে ক্লাসিক্যাল শেখেন। এরপর ইউসুফ হাসান অর্কর কাছে শিখেছেন সংগীত পরিবেশনা, ভাব, অনুভব ইত্যাদি। এছাড়া ছায়ানটসহ বিভিন্ন সময় বিভিন্ন গুণীজনের সান্নিধ্য পেয়েছেন তিনি৷ তবে তরিক মনে করেন তার সব সফলতার পেছনে মূল কারিগর তার বড় ভাই রাফিকুল ইসলাম মৃধা।

গান গাওয়ার পাশাপাশি গান লেখেনও তরিক মৃধা। মায়ের নামে নিজের রেকর্ডিং স্টুডিওর নাম রেখেছেন ’আলেয়া রেকর্ডস’। আবেগ ও অভিব্যক্তির অসামান্য মিশ্রণে গান করেন তিনি। কথা ও সুর সমৃদ্ধ গানের দিকেই তার মনোযোগ। তার কণ্ঠে একটি অপ্রতিরোধ্য আকর্ষণ রয়েছে যা শ্রোতাদের আকর্ষণ করে খুব সহজে।

২০১৭ তে বাংলাদেশের সঙ্গীত জগতে পা রাখা এই শিল্পী চ্যানেল আই সেরাকন্ঠ, সিজন ৬-এ চূড়ান্ত পর্বে ছিলেন। তার ঝুলিতে রয়েছে বেশ কিছু অর্জন। তার মধ্যে উল্লেখযোগ্য বিসিআরএ এওয়ার্ড ২০২৩। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভালে গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তরিক।

সম্প্রতি তিনি ’জানরে’, ’যে প্রেম এসেছিলো’, ’১ মিনিট’ নাটকের জন্য গান করেছেন।, নাটকে, চলচ্চিত্রে গান করার পাশাপাশি অনেকগুলো বিজ্ঞাপনে ভয়েস ওভারের কাজও করছেন। গান ছাড়াও ভালোবাসেন ফটোগ্রাফি করতে ও ভ্রমন করতে। অবসরে পরিবারের সাথেই সময় কাটাতে পছন্দ করেন। স্বল্প সময়েই দর্শক-শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেয়া তরিক মৃধা তার সঙ্গীত যাত্রায় এগিয়ে যেতে চান বহুদূর।

অপার সম্ভাবনাময় এই শিল্পীর জন্য আজ গানের দিন পরিবারের পক্ষ থেকে শুভকামনা।
 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400