প্রেস রিলিজ

একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ হল সংবাদমাধ্যমের সদস্যদের তথ্য সরবরাহের উদ্দেশ্যে, একটি দাপ্তরিক বিবৃতি প্রদান বা কোনও ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া একটি দাপ্তরিক বিবৃতি।

‘আজ গানের দিন’-এ গাইবেন ইউসুফ আহমেদ খান
May 24
‘আজ গানের দিন’-এ গাইবেন ইউসুফ আহমেদ খান

বর্তমান সময়ে দেশজুড়ে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। তিনি ২০০৫ সালে আন্তঃমহাবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় নজরুল, আধুনিক ও লোকসঙ্গীতে প্রথম হয়ে এবং ২০০৮ সালে `চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে নিজের যোগ্যতার প্রমাণ দেন। এরপর উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনায় সবার কাছে প্রশংসিত হন ২০১০ সালে ছায়ানট সম্মেলনে। ওই অনুষ্ঠানে বাবা বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের সঙ্গে যুগলবন্দি গেয়েছিলেন রাগ দরবারি কানাড়া। ওই সময় দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো প্রশংসায় সিক্ত করে তাকে।

এরপর শুধুই সামনে এগিয়ে চলা। ইতোমধ্যে তার গানের ঝুলিতে জমা পড়েছে একটি একক এবং বেশ কিছু শ্রোতাপ্রিয় মিশ্র অ্যালবাম। এর মধ্যে একলা রাতের নদী, রঙধনু, ফড়িং, সুপ্রভাত-২, বিসর্জনের ব্যথা, উত্তরী হাওয়া, ভালোবাসার সাতকাহন, অভিসারী সময় উল্লেখযোগ্য।

নিজের পরিবেশনার জন্য ২০১৭ সালের ২৭ জানুয়ারি অর্জন করেন ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৭-বেস্ট আর্টিস্ট’ অ্যাওয়ার্ড। এ সময় সুরারোপে অভিষেক হয় তার। এ ক্ষেত্রেও অগ্রগামী তিনি। তার সুরে শিগগিরই গাইবেন জীবন্ত কিংবদন্তি শিল্পী আবদুল হাদী আর নিজের সমসাময়িকদের মধ্যে চম্পা বণিক ও ডালিয়া ইয়াসমিন।

এরপর ‘বিদেশ’ নামের সিনেমা দিয়ে ২০১৯ চলচ্চিত্রের সংগীত পরিচালনায় পদার্পণ ঘটে ইউসুফের। এ ছাড়া চ্যানেল আইয়ের সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’র উপস্থাপনাও করছেন বেশ কয়েক বছর ধরে।