অনুপমা মুক্তি
Episode: 0
অনুপমা মুক্তি
শান্তিনগর, ঢাকা

আপনার নেটওয়ার্কে ৪৬৩ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

’তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল না কী তোমার মন’ ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের এই জনপ্রিয় গানটির গায়িকা অনুপমা মুক্তি, তাঁর সুরেলা কন্ঠের মাধুর্যে মন কেড়েছেন সংগীতপ্রেমীদের।
৬ এপ্রিল ঢাকার শান্তিনগরে জন্ম এই গানের পাখির। বেড়ে ওঠাও ঢাকাতেই। বাবা এম এ হাকিম, মা হাসনাহেনা, দুজনই গান অনুরাগী। তিন ভাই বোনের মধ্যে অনুপমা সবচেয়ে ছোট। বড় দুই ভাই অঞ্জন ও অপু। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছিলেন অনুপমা। ছোটবেলায় বড় ভাইয়ের কোলে বসে গান শুনতে শুনতে গান শেখা শুরু মাত্র চার বছর বয়সে। ১৯৮৬ খ্রিষ্টাব্দে ভর্তি হন বাফায়। পর্যায়ক্রমে তালিম নেন সুজিত মুস্তফা ও মঙ্গল চন্দ্র মন্ডল-এর কাছে। 
ঢাকার হোম ইকোনমিক্স কলেজ থেকে টেক্সটাইল বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এই গুণী শিল্পী। বাফা থেকেই নজরুল সঙ্গীতে একটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন এবং নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল সঙ্গীতের উপর বিশেষ প্রশিক্ষণ শুরু করেন। ১৯৯৮ সালে বেতারে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।  
সঙ্গীতাঙ্গনের বিভিন্ন শাখায় অনুপমা মুক্তির সমান পদচারনা থাকলেও তিনি মূলত শ্রোতা নন্দিত হয়েছেন প্লেব্যাক শিল্পী হিসেবে। ২০০৩ সালে 'অন্ধকারের চিতা' চলচ্চিত্র দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ’হাজার বছর ধরে’, ’গোলাপী এখন লন্ডনে’, ’দুই নয়নের আলো’, ’আমার স্বপ্ন তুমি’, ’জননী’ সহ অসংখ্য চলচ্চিত্রে গান করেছেন অনুপমা। ’হাজার বছর ধরে’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়াও এই শিল্পীর ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ বাচসাস পুরস্কার । “ঝিনুকের মুক্তো” নামে একটি একক এ্যলবামসহ ছয়টি মিশ্র অ্যালবাম রয়েছে তাঁর। 
এই শিল্পীর দাম্পত্যসঙ্গী শরীফ রাজকুমার একজন সঙ্গীতশিল্পী ও সঙ্গীতের শিক্ষক। তাঁদের একমাত্র এবং যোগ্য উত্তরসূরি আনিশবা মুনিরা আলম। 
বাংলাদেশের সঙ্গিতাঙ্গনে অনুপমা মুক্তির দীপ্ত পথচলা অটুট থাকুক, এই প্রত্যাশা করে “আজ গানের দিন” পরিবার।
 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400