শিল্পী নোশিন তাবাসসুম স্মরণ মাত্র তিন বছর বয়সে প্রবেশ করেন গানের ভুবনে। অংশগ্রহণ করেন ‘মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০০৮’ প্রতিযোগিতায় এবং একই বছর থেকে পেশাগতভাবে যুক্ত হন গানের জগতে। যিনি গানের পাশাপাশি দক্ষতা অর্জন করেছেন উপস্থাপনায়। শখের বসে করেন লেখালেখিও।
তরুণ এই শিল্পী ইতোমধ্যে গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গান করেছেন নাটক ও সিনেমাতে। সাফল্যের ঝুড়িও বেশ লম্বা। নতুন কুঁড়ি পদক, শাপলা কুঁড়ি পদক, মেরী পদক, এজাহিকাফ অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মৌলিক গানের মধ্যে রয়েছে-‘কাছে আসতে মানা’, ‘গুনগুন পাখিরা আকাশে’, ‘আমার মা রাজকন্যা’, ‘ভালোবাসা কারে কয়’ উল্লেখযোগ্য।
মো: তারিকুল আলম লিখন ও শামীম আরা সোমা দম্পতির দুই সন্তানের মধ্যে বড় স্মরণ। ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করে অধ্যয়নরত আছেন স্নাতকোত্তরে। গানের জগতে তালিম নিয়েছেন- অনুপ বড়ুয়া, রেজওয়ান আলী লাবলু, সেহেলী মাসুদের হাতে।