অনন্যা আচার্য্য
Episode: 0
অনন্যা আচার্য্য
চট্টগ্রাম, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ২৬১ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

বাংলাদেশের সঙ্গিতাঙ্গনে জনপ্রিয় নাম অনন্যা আচার্য্য। প্রতিভাবান এই সঙ্গীত শিল্পীর জন্ম ২১ শে ফেব্রুয়ারি, ২০০০ খ্রিস্টাব্দে। ঢাকা নিবাসী অনন্যার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালিতে। বাবা প্রবীর আচার্য্য একজন চাকরীজীবি, মা কণা আচার্য্য একজন উদ্যোক্তা । বাবা মা দুজনেই গানের মানুষ। তাই বড় হয়েছেন পারিবারিক গানের আবহে। একমাত্র ছোটবোন সুকন্যা আচার্য্যও গান শিখছেন এবং ভালোবাসেন সেতার বাজাতে। 
উদীয়মান এই শিল্পীর শিক্ষাজীবনের শুরু চাঁদপুর মিশনারী স্কুলে। বাবার চাকরির সুবাদে দেশের ভিন্ন ভিন্ন শহরের স্কুলে পড়ার সুয়োগ হয়েছে তাঁর । এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতে পড়ছেন তিনি।
সুরেলা কন্ঠের এই গানের পাখির সঙ্গীতে হাতেখড়ি মায়ের কাছেই। এরপর তালিম নেন মায়েরই ওস্তাদ শীতল ঘোষালের কাছে। এছাড়াও এই শিল্পী শঙ্কর আচার্য্য, অলকা দাশ, সঞ্জীব দে, ফেরদৌস আরা, রুমানা মোর্শেদ কনকচাঁপা, ফরিদা পারভীন, অসিত দে, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ, পন্ডিত অজয় চক্রবর্তী ও সমরজিত রায় সহ অনেক সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন।
অনন্যা আচার্য্য প্রথম পারফর্ম করেন বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে। ক্ষুদে গানরাজ-২০০৯-এর শীর্ষ দশে থাকা অন্যতম এই সঙ্গীতশিল্পী ‘মায়াবতী’ সিনেমায় প্রথমবারের মত পাঁচটি গানে প্লেব্যাক করেন। এছাড়া ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ও ’ফুলজা’ সিনেমাতেও কণ্ঠ দিয়েছেন অনন্যা। তাঁর রয়েছে বেশ কিছু মৌলিক গান ও বহু মিশ্র এ্যলবাম।
এই শিল্পী ২০০৬ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা সহ সে বছরই আরও বহু প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। ২০০৭ সালেও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা এবং ২০১১ সালে শেখ রাসেল জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন ।
গান ছাড়াও নাচ এবং ছবি আঁকায় যথেষ্ট পারদর্শিতা রয়েছে তাঁর। ভালোবাসেন বই পড়তে। নিয়মিত উপস্থাপনাও করছেন ’দীপ্ত প্রভাতী’ নামের একটি টিভি অনুষ্ঠানে।
নানা রকম প্রতিভার অধিকারী হলেও অনন্যা’র স্বপ্ন বাংলা গানকে সমাদৃত করবেন বিশ্ব দরবারে।
সঙ্গীত জগতে সাফল্যের দীপ্তি ছড়িয়ে আরো উজ্জল হয়ে উঠুক অনন্যা আচার্য্য এই কামনা ”আজ গানের দিন” পরিবারের।
 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400