কানিজ খাদিজা তিন্নি
Episode: 0
কানিজ খাদিজা তিন্নি
নারায়ণগঞ্জ, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৭৯২ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবং জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে দুটি স্বর্ণ ও দেশাত্মবোধক গানে রৌপ্যপদক রয়েছে তাঁর অর্জনের ঝুলিতে। জন্ম নারায়ণগঞ্জে; মা রুনা লায়লা ও বাবা কাওসার ইমাম।

তিন্নির সঙ্গীতে হাতেখড়ি ২০০৬ সালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সঙ্গীতের শিক্ষক প্রয়াত মায়া ঘোষের কাছে। পরবর্তীতে ২০০৯ সালে ভর্তি হন নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে। সেখানে ৪ বছরের একটি কোর্সে শিক্ষক ফজলুল হক ও জি. এম. রহমান রনিসহ বেশ কিছু গুণী শিক্ষকের কাছে গান শেখেন। এরপর ২০১৩ সাল থেকে চার বছর তালিম নেন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিক্ষক ড. রেজওয়ান আলী লাভলুর কাছে। 

২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় সেরা ছয়-এ স্থান করে নেন তিন্নি। প্রতিযোগিতায় উপস্থাপন করা মিতালী মুখার্জীর গাওয়া ‘সুখ পাখি রে’ এবং কনকচাপার গাওয়া ‘তুমি আমার এমনই একজন’ তাঁর কণ্ঠে এ গান দুটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং ইউটিউবে ১০ লাখেরও বেশি ভিউ পায়।
তিন্নি ২০১৯ সালে অফিসিয়ালি প্রথম মৌলিক ও একক ‘শরত আমার মুগ্ধতা’ গানটির জন্য সেরা নবাগত সঙ্গীতশিল্পী হিসেবে সে বছর 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' পুরস্কার অর্জন করেন। এরপরই সঙ্গীত জগতে সাড়া জাগে তাঁকে নিয়ে। ২০২০ সালে আসে শাহরিয়ার রাফাতের সাথে ‘মেঘমালা’ ও মো. মিলনের সাথে ‘তোমাকে চাই’ ডুয়েট গান দুটি। ২০২১ সালে বাজারে আসে তাঁর একক মৌলিক গান ‘শত শত রাত’। এরপর ২০২২ সালের শুরুর দিকে ‘চেয়েছি তোমায়’ এবং ঐ বছরই পহেলা বৈশাখে ‘প্রজাপতি মন’ শিরোনামে তাঁর একক কণ্ঠে আরও দুটি মৌলিক গান বাজারে আসে। এসব মৌলিক গান শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

দেশের প্রথম সারির প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানেলে নিয়মিত গান করছেন তিন্নি। পেয়েছেন দর্শক-শ্রোতার ভালোবাসা। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এ উদীয়মান শিল্পী যুক্ত আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গেও।

তিন্নি সেন্ট্রাল ওমেনস ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অনার্সে পড়ালেখার পাশাপাশি একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। তাঁর পছন্দ মুভি দেখা ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400

শিল্পীর ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • যদি রাত পোহালে শোনা যেত
    1
  • যদি রাত পোহালে শোনা যেত
  • কানিজ খাদিজা তিন্নি
  • 4:52
  • জন্ম আমার ধন্য হলো
    2
  • জন্ম আমার ধন্য হলো
  • কানিজ খাদিজা তিন্নি
  • 7:14
  • একবার যেতে দেনা আমায়
    3
  • একবার যেতে দেনা আমায়
  • কানিজ খাদিজা তিন্নি
  • 5:25
  • সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য
    4
  • সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য
  • কানিজ খাদিজা তিন্নি
  • 5:17
  • ও আমার বাংলা মা তোর
    5
  • ও আমার বাংলা মা তোর
  • কানিজ খাদিজা তিন্নি
  • 5:37
  • আমায় যদি প্রশ্ন করে
    6
  • আমায় যদি প্রশ্ন করে
  • কানিজ খাদিজা তিন্নি
  • 4:29