তাসলিমা আক্তার এলিজা
Episode: 0
তাসলিমা আক্তার এলিজা
যশোর, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৮৩৪ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

এলিজা পুতুলের জন্ম ১ জানুয়ারী যশোর জেলায়। বাবা মোঃ বজলুর রহমান, মা মাহফুজা রহমান। ৩ বোনের মধ্যে এলিজা বড়। গান অনুরাগী বাবা খুব ছোট বেলাতেই তাকে হারমোনিয়াম বানিয়ে দিয়েছিলেন খুব শখ করে। বাবা ও মা সহ পুরো পরিবারের শতভাগ সমর্থন পাওয়া এলিজা পুতুল এল এল বি ও এল এল এম করেছেন বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে।

দাদা মুক্তিযোদ্ধা জাকির হোসেন তৎকালীন ইপিআর-এর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এলিজা পুতুলের গানে হাতেখড়ি বাবার বন্ধু ওস্তাদ ফারুখ হোসেনের কাছে ৮/৯ বছর বয়সে। পরবর্তীতে অনেকের কাছেই তালিম নেয়ার সুযোগ হয়েছে তাঁর, তঁদের মধ্যে শ্রদ্ধেয় খালেক স্যার, অখিল চন্দ্র বিশ্বাস, দীনবন্ধু দাস, গোলক চন্দ্র বর্মন অন্যতম। এখনো শিক্ষানবিশ গুরুজি ফকির শফি মন্ডলের কাছে।

এলিজা পুতুলের দাম্পত্যসঙ্গী লেখক, কবি, গীতিকার, সাংস্কৃতিক অঙ্গনে যিনি ‘কালের লিখন’ নামে পরিচিত। “কবিশিল্পী দম্পতি” নামে পরিচিত এই দম্পতির ‘গীতলিখন প্রজ্ঞা’ নামে এক মেয়ে রয়েছে। লোকগানের এই প্রতিশ্রুতিশীল শিল্পীর প্রথম মৌলিক গান ‘বার্ধক্য’ শিরোনামে। গানটির গীতিকার তারই দাম্পত্য সঙ্গী লিখন। সম্প্রতি এলিজা পুতুল ৫জন মহাজনের গান নিয়ে কাজ করছেন। দিন রাত গান নিয়েই ব্যস্ত এই প্রতিভাবান লোকশিল্পী অবসর পেলেই গান শোনেন, রান্না করেন, নিজের পোশাক ও গয়না ডিজাইন করেন।

 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400