অয়ন চাকলাদার
Episode: 0
অয়ন চাকলাদার
ঢাকা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৫৪২ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

অয়ন চাকলাদার বর্তমান সময়ের সুপরিচিত ও শ্রোতানন্দিত সংগীত শিল্পী। একাধারে তিনি সুরকার ও সঙ্গীত পরিচালকও। সম্প্রতি “পরাণ” সিনেমার “চলো নিরালায়” গানটি তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ১৯৮৯ এর ৬ অগাস্ট ঢাকায় জন্ম নেয়া অয়নের বাবা শাজাহান চাকলাদার, মা মোর্সেদা ইয়াসমিন নীলিমা। ২ ভাইয়ের মধ্যে অয়ন বড়। ছোট ভাই অরিত্র চাকলাদার।

শিল্পী অয়ন চাকলাদারের বাবা শাহজাহান চাকলাদার রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের শিল্পী। মামা অনু মুস্তাফিজও সঙ্গীতশিল্পী। ছোটবেলা থেকে তাঁদের দেখেই অনুপ্রাণিত অয়ন 'আকাশ কত বড়' শিরোনামে প্রথম গান লেখেন, সুরও করেন নিজেই।

অয়ন চাকলাদার আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর একসময়ের ছাত্র। ছোটবেলা থেকেই  স্বপ্ন গানের মানুষ হওয়ার। সে কারনেই হয়তো দুই বছর পড়া ইঞ্জিনিয়ারিংকে বিদায় জানিয়ে ইওডা-য় ভর্তি হন সংগীত বিষয়ে। এর পরের গল্পটা শুধুই এগিয়ে চলার। ২০১১ তে অয়ন চাকলাদারের মিক্সড অ্যালবাম ‘জেগে ওঠো’য় প্রকাশ পায় প্রথম গান ‘আমরা করব জয়’ এর রিমেক, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ছিল তার এই অ্যালবাম। প্রথম কাজের জন্যই ব্যাপকভাবে প্রশংসিত হন।

অয়ন বেশকিছু মিক্সড এ্যালবামে নিজের সুর-সংগীতে কণ্ঠ দেন। সাফল্যের ধারাবাহিকতায় ২০১৩ তে অয়ন প্রকাশ করেন নিজের প্রথম একক অ্যালবাম  ‘হয়তো বা ভালোবাসা। ২০১৫ তে আসে তাঁর দ্বিতীয় একক এ্যালবামদুই পৃথিবী। 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400