বতর্মান সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। দর্শক-শ্রোতার কাছে বাঁধন নামেই বেশী পরিচিত তিনি। তাঁর আরও একটি পরিচয়, তিনি বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এর একমাত্র কন্যা। গানের প্রতি ভালোবাসা থেকেই মায়ের পথে হাঁটেন শিল্পী বাঁধন। বাল্যকাল থেকেই মায়ের গান শুনে শুনে শিল্পী হওয়ার অদম্য বাসনা মনে লালন করতেন তিনি। এরপর সংগীতে হাতেখড়ি নিয়েছেন সংগীতজ্ঞ অনিল কুমার সাহা-র কাছ থেকে। ৫ম শ্রেণীতে পড়ার সময় থেকে শুরু হয় তাঁর সংগীতে আনুষ্ঠানিক যাত্রা।
এরপর একই সাথে চলতে থাকে গান শেখা এবং গান গাওয়া। শিল্পীর মৌলিক গানের মধ্যে 'আজ এত দিন পর', 'দখিনা হাওয়া কানে কানে বলে গেলো', 'নীরব কেন থাকো' উল্লেখযোগ্য। গান করছেন বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেল এবং মঞ্চে।
মূলত মায়ের অনুপ্রেরণা ও নিজের প্রবল আগ্রহ থেকে সংগীতাঙ্গনে আসেন তিনি। জীবনের প্রথম অ্যালবামটিও সাজিয়েছেন মায়ের সঙ্গে দ্বৈত গান দিয়ে। পছন্দের শিল্পীদর মধ্যে রয়েছেন সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, আশা ভোঁসলে। বর্তমানে প্লেব্যাকে মনোযোগ দিয়েছেন কন্ঠশিল্পী বাঁধন। তাঁর অন্যতম শখ সিনেমা দেখা। বর্তমানে সংগীত নিয়েই সময় পার করছেন কন্ঠশিল্পী বাঁধন।