প্রেস রিলিজ

একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ হল সংবাদমাধ্যমের সদস্যদের তথ্য সরবরাহের উদ্দেশ্যে, একটি দাপ্তরিক বিবৃতি প্রদান বা কোনও ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া একটি দাপ্তরিক বিবৃতি।

‘আজ গানের দিনে’ গাইবেন ইভা
May 24
‘আজ গানের দিনে’ গাইবেন ইভা

নতুন প্রজন্মের সংগীতশিল্পী ইসমাত আরা ইভা। এরইমধ্যে সংগীতের বিভিন্ন শাখায় স্বকীয়তার প্রমাণ রেখেছেন তিনি। পেয়েছেন দর্শক-শ্রোতার ভালোবাসা।
‘আজ গানের দিনে’ গাইবেন ইভা

এই শিল্পী রোববার (২১ আগস্ট) গাইবেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত সংগীত আয়োজন ‘আজ গানের দিন’-এ। রাত ১০টায় সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটির ষষ্ঠ পর্ব। এ পর্বে নিজের ও শ্রোতাদের পছন্দের গানগুলো গেয়ে শোনাবেন তিনি।

খুলনার মেয়ে ইসমাত আরা ইভার মেজভাই গান শিখতেন। তাকে গানের স্কুলে নিয়ে যেতেন মা ফজিলা খাতুন। আর তিনি নিজে খুব ছোট থাকায় তাকে বাসায় একা রেখে যেতে পারতেন না, ছেলের সঙ্গে শিশু ইভাকেও সঙ্গে নিয়ে যেতেন গানের স্কুলে। এভাবে গানের স্কুলে আসা-যাওয়া মধ্য দিয়ে গান শেখা শুরু ইভার।

এরপর তিনি গান শিখেছেন মোশাররফ হোসেন, আবু আল মনিরুল হক, ওস্তাদ নাসির হায়দার, রমেশ চন্দ্র মণ্ডল, অশোক চক্রবর্তী, প্রিয়াঙ্কা গোপের মতো সংগীতজ্ঞদের কাছে।

শিল্পী ইভার আনুষ্ঠানিকভাবে গান গাওয়ার সূচনা জাতীয় শিক্ষা সপ্তাহের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরইমধ্যে ‘চার অক্ষরের ভালোবাসা’ নামের চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন উদীয়মান এ শিল্পী।  

এ ছাড়া ‘হৈমন্তী’ এবং ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রে যথাক্রমে ‘ছায়া মেঘে মেঘে’ ও ‘খোলা আকাশ’ গান দুটিতেও কণ্ঠ দিয়েছেন তিনি।

ইভার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে মেঘেরা। এটি শিল্পীর একক অ্যালবাম ‘মেঘেরা’য় যুক্ত হয়েছে। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘একটু শুধু ছোঁয়া’।