বাংলাদেশের গানের ভুবনে নতুন মুখ আকাশ মাহমুদ। তার গান যারা একবার শুনেছেন, তারাই মুগ্ধতায় নিজেকে জড়িয়েছেন। ফোক কিংবা আধুনিক সকল ক্ষেত্রেই তার সমান বিচরণ। চমকপ্রদ ব্যাপার হলো, আকাশ মাহমুদ কেবল গান গাওয়াতেই সীমাবদ্ধ নন, তিনি গান লেখেন, গানে সুর দেন এবং গানের সঙ্গীতায়োজনও করেন। আর প্রতিটি কাজই তিনি অত্যন্ত যত্ন আর মেধার বুননে সৃষ্টি করেন। যদিও আকাশ মাহমুদের গানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ হয়নি, তবে গানের প্রতি ছিলো তার অদম্য আগ্রহ আর ভালোবাসা। এর সঙ্গে ছিলো বাবা জাকির হোসেনের নিরলস সহযোগিতা। ছেলের প্রতিভা বিকশের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন।
আকাশ মাহমুদের জন্ম, বেড়ে ওঠা সব কিছুই ফরিদপুরে। বাবা জাকির হোসেন, মা আনজুয়ারা বেগম। ২ ভাই, ২ বোনের মধ্যে আকাশ দ্বিতীয়। এই সম্ভাবনাময় শিল্পীর গানের জীবন শুরু হয় ক্লাস থ্রি থেকেই। সঙ্গীতের প্রথম গুরু ছিলেন মোহাম্মদ আবু তালেব। পরবর্তীতে কিছুদিন বাবু বিপ্লব কুমার বিশ্বাস-এর কাছে গান শেখেন তিনি। তারপর থেকে নিজের একাগ্রতায় গান এবং সংগীত পরিচালনা করে চলেছেন আকাশ মাহমুদ। আদর্শ মানুষ হিসেবে যাকে মানেন তিনি হলেন বাবা। প্রথম মৌলিক গান ছিল তার বাবার লেখা "আমার বাড়ি ফরিদপুর, আমার গর্ব ফরিদপুর"।