প্রতিভাধর কণ্ঠশিল্পী দোয়েল। পুরো নাম লুবনা ইয়াসমিন দোয়েল। বাবা আমজাদ হোসেন দুখু, মা মোছাঃ ছফুরা খানম, জন্ম ১৫ ফেব্রুয়ারী ১৯৯০ সালে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোনাবাড়ী গ্রামে। ছয় ভাই বোনের দোয়েল পঞ্চম। দোবিলা স্কুলের এই ছাত্রী রংপুর কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
সঙ্গীত পরিবারে জন্ম নেয়ার সুবাদে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর মমতা দোয়েলের। সঙ্গীতে হাতেখড়ি বাবার হাত ধরে। পাঁচ-ছয় বছর বয়সে, বাবা আমজাদ হোসেনের হাত ধরে প্রথম মঞ্চে ওঠা ছোট্ট দোয়েল কাঁপা-কাঁপা আদুরে কণ্ঠে ‘কত যে মধুর বাংলারে’ গেয়ে উপস্থিত হাজারো দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে নেন। শুরুরদিকে, আধুনিক ধারার গান করলেও এক পর্যায়ে লোক গানেই মনোনিবেশ করেন তিনি।
গানের পাখি দোয়েল সঙ্গীতে গুরু হিসেবে পেয়েছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শফি মন্ডলকে। সঙ্গীতে আর্দশ শফি মন্ডল ও ফরিদা পারভীন। “চ্যানেল আই বাংলার গান” রিয়ালিটি শোতে প্রতিযোগী ছিলেন তিনি। দেশে ও দেশের বাইরে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন তিনি।
২০১৫ সালে প্রকাশিত হয় দোয়েলের প্রথম একক অ্যালবাম ‘আরশিনগর’। এই অ্যালবামের ‘ও সাথী’, ‘ওহে লাল চাঁন’ এবং ‘আজ আমি বড় একা হয়ে গেছি’সহ বেশ কিছু গান সর্বস্তরের শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর নিশান মিউজিকের ব্যানারে প্রকাশ পায় দোয়েলের দ্বিতীয় একক অ্যালবাম ‘মানুষ গুরু’।
সঙ্গীতের পাশাপাশি থিয়েটারের সাথেও যুক্ত এই শিল্পী। শিখন্ডীকথা নাটকে “সোনা জলের বাঁকে গো” গানটি তার ভীষণ ভালোলাগার কাজ। নাটকেও গান করেছেন এই প্রতিভাবান শিল্পী," প্রবাসী "নাটকে""আমি তোমার নাম লইয়া কান্দি" গানটি জনপ্রিয়তা পায়।
সাঁকো টেলিফিল্ম এ্যাওয়ার্ড ২০১৬-তে শ্রেষ্ঠ সংগীত শিল্পী সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়া কোলকাতায় “মায়ের তরী” সংগঠন থেকে সংগীত শিল্পী হিসেবে বিশেষ সম্মাননা, ভারতের কল্যানী নাট্যচর্চা কেন্দ্র থেকে সংগীত ও নাট্য শিল্পী হিসেবে সম্মাননা, ভারতের কোচবিহার ও শিলিগুড়িতে দুবার "রাজ্য ভাওয়াইয়া " সম্মাননা অর্জন করেছেন তিনি।
এই শিল্পীর দাম্পত্যসঙ্গী নাট্য ও সঙ্গীত শিল্পী আব্দুর রাজ্জাক হোসেন রাজা। একমাত্র সন্তান রাইয়্যান সরকার দিব্য।
লোকসঙ্গীতের উপর গবেষণা ডিগ্রি অর্জন করতে চান সম্ভাবনাময়ী এই সঙ্গীতপ্রতিভা। পাশাপাশি দেশের লোকগানকে বিশ্ব দরবারে আরো সমাদৃত করতে কাজ করতে চান তিনি।
সঙ্গীতাকাশে সুরের আবেশ ছড়িয়ে ডানা মেলে উড়ুক গানের পাখি দোয়েল, এই কামনা করে ‘আজ গানের দিন’ পরিবার।