সমরজিৎ রায়
Episode: 0
সমরজিৎ রায়
কক্সবাজার, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৮৫৪ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

বাংলাদেশের সঙ্গীত জগতে জনপ্রিয় নাম সমরজিৎ রায়। কক্সবাজারে জন্ম নেয়া সমরজিতের বাবা নেপাল চন্দ্র রায় এবং মা রত্না রায় ।

সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ সমরজিৎ রায়ের সঙ্গীতের প্রথম গুরু চট্টগ্রাম আর্য্য সঙ্গীতের উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। এরপর সঙ্গীত শিক্ষা লাভ করেন ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পদ্মশ্রী পন্ডিত মধুপ মুদ্গল এবং পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী সহ আরো অনেক গুণীদের কাছে। 

ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন সমরজিৎ রায়। ভারতের চন্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকেও তবলা এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এই শিল্পী। অর্জন করেছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার। যার মধ্যে উল্লেখযোগ্য, পন্ডিত ডি.বি পলুস্কর পুরস্কার, হরি ওম ট্রাস্ট পুরস্কার, সঙ্গীতা বসন্ত বেন্দ্রে পুরস্কার, সুশীলা পুরস্কার, বাসুদেব চিন্তামন পুরস্কার, নলিনী প্রতাপ কানবিন্দে পুরস্কার, সুখবর্ষা রায় পুরস্কার ইত্যাদি।

বাংলাদেশের সেরা শিল্পী হিসেবে “লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৫” এর সম্মান অর্জন করেন তিনি।
দীর্ঘ ১২ বছর দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন সমরজিৎ রায়। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি। বাংলাদেশ ও ভারতের সিনেমার গানে প্লেব্যাকও করছেন এই গুণী। তার কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে গাওয়া "তুমি ভোরের পাখির মতো" ভীষণ শ্রোতাপ্রিয় হয়।

এছাড়া সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতে রেকর্ডকৃত উপমহাদেশের কিংবদন্তি শিল্পী অনুপ জলোটার কণ্ঠে বেশ কিছু বাংলা গান, প্রখ্যাত শিল্পী ইন্দ্রাণী সেনের সঙ্গে দ্বৈত গান “মা যেন ঐ ডাকছে আমায়” এবং সম্প্রতি তার সুরে প্রকাশিত প্রখ্যাত সঙ্গীতশিল্পী শুভমিতার সঙ্গে দ্বৈত গান "তোমার জন্য রোদ্দুর" শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছে। শাকিব খান অভিনীত "অন্তরাত্মা" সিনেমাতে সঙ্গীতশিল্পী ন্যান্সির সঙ্গে প্লেব্যাক করেছেন তিনি।

এই শিল্পীর দাম্পত্যসঙ্গী ঐশী রায়।
সমরজিৎ রায়ের সাফল্য তার স্বপ্নকে ছুয়ে এগিয়ে যাক দূর বহুদূর, এই কামনা করে আজ গানের দিন পরিবার।
 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400