আশফাকুল বারী রুমন
Episode: 0
আশফাকুল বারী রুমন
ঢাকা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৪৯৯ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

গিটারিস্ট হিসেবে যাত্রা করলেও বর্তমানে গানের জগতে বেশ সুনাম অর্জন করেছেন শিল্পী আশফাকুল বারী রুমন। ছাত্রাবস্থায় প্রবেশ করেন সংগীত জগতে। কর্মজীবনের শুরুতে গিটারিস্ট হিসেবে কাজ করলেও বর্তমানে সুরকার, গীতিকার, সংগীত আয়োজকসহ নানাবিধ কাজের সাথে জড়িত। শিল্পী রুমন ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ‘ইগনিয়াস’ ব্যান্ড। প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেছেন একাধিক নাটক, সিনেমাতে। এর মধ্যে উল্লেখযোগ্য-মেঘ রোদ্দুর খেলা প্লেব্যাক, দেবী সিনেমায় থিম সং এর সুরকার, বিজয়গাঁথা টাইটেল ট্রাক ক্রিয়েশন এন্ড প্লেব্যাক এবং ঝরা পাতার কাব্য নাটকে প্লে-ব্যাক এবং ক্রিয়েশন। 

শিল্পী রুমন সেরা একক শিল্পী এবং সেরা গীতিকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ‘বেনসন এন্ড হেজেস স্টার সার্চ কম্পিটিশন-২০২২’ এ। ২০০৫ এবং ২০১৭ সালে পেয়েছেন ‘সেরা ব্যান্ড-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। তার মৌলিক গানের সংখ্যা প্রায় ৫০টি। এর মধ্যে রয়েছে- গ্রহণ (নিরুপায়), নিঝুম রাতে, বাউন্ডুলে, ভাঙছে পাঁজর উল্লেখযোগ্য।

মো: শফিকুর রহমান ও অধ্যাপক নুসরাত রহমান এর দুই সন্তানের মধ্যে ছোট রুমন। ইতোমধ্যে শেষ করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং। আর অবসর সময়ে তিনি বই পড়েন এবং ভালোবাসেন ভ্রমণ করতে।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400