পাগড়ী সাকিব
Episode: 0
পাগড়ী সাকিব
বরিশাল, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ২৯৮ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

 "আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি পাগড়ী সাকিব, পুরো নাম মোঃ নুরুল আমিন, গানের জগতে তিনি পাগড়ী সাকিব হিসেবে পরিচিত। বাবা মোঃ আলী খান এবং মায়ের নাম আলেয়া বেগম। দুই ভাই, দুই বোনের মধ্যে সাকিব দ্বিতীয়। সাকিবের দাম্পত্যসঙ্গী জেসমিন আক্তার, এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।উদীয়মান কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব। ১৯৮৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারী বরিশালে জন্ম নেয়া সাকিবের গানের জীবন শুরু ছোটবেলা থেকেই। ওস্তাদ নুর মোহাম্মদ গাজী সাকিবের প্রথম সঙ্গীত গুরু।

শখের বশে গান গাওয়া শুরু করলেও গানের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি শাখায় সমানভাবে বিচরণ সাকিবের। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন এবং সুরও করেন। এই শিল্পী অভিনয়েও পারদর্শী, বেশ কিছু টেলিফিল্ম ও নাটকে কাজ করেছেন তিনি। 

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব । তার প্রথম গান “বানিজ্যের নামে আমি এলাম এ কোন হাটে” শিখেছিলেন মায়ের কাছে। সাকিব সঙ্গীতে আদর্শ হিসেবে মানেন লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার খ্যাতিমান সংগীত শিল্পী বারী সিদ্দিকীকে।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400