রিংকু পাল

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি সঙ্গীতশিল্পী রিংকু পাল। বাবা শ্যামল চন্দ্র পাল ও মা মনজু রানী পাল। মায়ের উৎসাহেই মূলত তার সংগীত জীবনে পথচলা শুরু। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বঙ্গীয় পরিষদ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে ২০০৪ খ্রিস্টাব্দে ব্যাচেলর অফ মিউজিক ও ২০০৫ এ মাস্টার্স অফ মিউজিক ডিগ্রী অর্জন করেন রিংকু। নজরুল ইন্সটিটিউট থেকে নজরুল সঙ্গীতে ৫ বছরের বিশেষ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন এই শিল্পী।