মোমিন বিশ্বাস
শিল্পী মোমিন বিশ্বাস এর জন্ম ৯জানুয়ারি নওগাঁ, রাজশাহীতে । মা মাসুদা পারভীন (গৃহিণী) এবং বাবা আতাউর রহমান বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) । তার স্নাতকোত্তর শেষ করে নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কিংবদন্তী এন্ড্রু কিশোর এর হাত ধরে রাজশাহীতে উস্তাদ কাজী সুলতান মাহমুদ মন্টু'র কাছে সঙ্গীতের হাতেখড়ি ও ক্ল্যাসিক্যাল শেখা। এরপর দীর্ঘদিন এন্ড্রু কিশোর এর কাছে তালিম নেন ।