লায়লা ইয়াসমিন লাবণ্য
Episode: 0
লায়লা ইয়াসমিন লাবণ্য
ঢাকা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৮০০ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্য। পুরো নাম লায়লা ইয়াসমিন লাবণ্য। জন্ম ১৯৯৬ সালের ০৬ জুন। বাবা মো. আব্দুল খায়ের এবং মা কামরুন নাহার। এক ভাই ও এক বোনের মধ্যে লাবণ্য ছোট। 
সাংস্কৃতিক আবহে বড় হওয়া লাবণ্যর গানের যাত্রা শুরু মাত্র সাড়ে তিন বছর বয়সে। সঙ্গীতে অনুপ্রেরণা পেয়েছেন বড় ভাই লিংকনের কাছ থেকে। ভাইয়ের কাছেই সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে দীর্ঘদিন তালিম নিয়েছেন শ্রদ্ধেয় পান্না আহমেদের কাছে। গুরু হিসেবে আরো পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, রশিদ্দুন নবী, কৃষ্ণা চক্রবর্তী ও অসিত দে-কে। সঙ্গীতে তাঁর আদর্শ বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী এবং ওপারের শ্রেয়া ঘোষাল।
বহু গুনে গুণান্বিত এই শিল্পী একজন নৃত্যশিল্পীও। বাফা থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে প্রায় ১৩ বছর ভরতনাট্যম শিখেছেন তিনি। সঙ্গীত ও নৃত্যে পারফর্মেন্সের জন্য ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই সহ বেশকিছু দেশ ভ্রমন করেছেন তিনি। সেই সাথে উপস্থাপনাও করছেন দীর্ঘদিন ধরে।

তরুণ এই শিল্পীর সমস্ত অস্তিত্ব জুড়েই সঙ্গীত। তাইতো ইংলিশে স্নাতক সম্পন্ন করে সঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ইউডা থেকে। এসএসসি ও এইচএসসি তে ভালো ফলাফলের জন্য নোয়াখালী জেলা সমিতি থেকে পেয়েছেন সম্মাননা এবং বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন স্কলারশিপ।

পড়াশোনার পাশাপাশিই কর্মজীবন শুরু করেছেন লাবণ্য। ২০১২ সাল থেকে প্রায় ৪ বছর বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষক হিসেবে ছিলেন তিনি। ২০১৫ সাল থেকে কর্মরত আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
এই সুকন্ঠী শিল্পীর রয়েছে বেশ কিছু মৌলিক গান। ২০২৪ সালে ৮ টি মৌলিক গান রিলিজ হয়েছে তার। সম্প্রতি প্রকাশিত হয়েছে “চাইনা হৃদয় ভেঙ্গে যাক”। এছাড়াও নাটক ও সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। 
সঙ্গীত জীবনে লাবণ্যর প্রাপ্তির ঝুলিতে রয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ শিশু পুরষ্কার, খেলাঘর থেকে স্বর্নপদক, নতুন কুঁড়ি, শাপলা কুঁড়ি, পদ্মকুড়ি ও ফুলকুড়ি থেকে পুরষ্কার, বুলবুল ললিতকলা পুরষ্কার, নজরুল সংগীত শিল্পী হিসেবে স্বাধীনতা সংসদ থেকে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মামনা ২০২৪।

প্রতিভাবান ও সঙ্গীতে অন্তপ্রাণ এই শিল্পী সঙ্গীতাকাশে উজ্জ্বল নক্ষত্রের মতই জ্বল জ্বল করুক সবসময় এই কামনা করে “আজ গানের দিন” পরিবার।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400