ফারজানা আফরিন ইভা
Episode: 0
ফারজানা আফরিন ইভা
ঢাকা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৭৯৯ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি লোকসঙ্গীত শিল্পী ফারজানা আফরিন ইভা। গানের জগতে তিনি ফারজানা ইভা নামে পরিচিত। ৪/৫ বছর বয়সে গানে হাতেখড়ি এই শিল্পীর বাবা ইমাম হোসেন ও মা নাসিমা বেগম। ঢাকায় জন্ম নেয়া ইভা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এস সি ও এইচ এস সি সম্পন্ন করেছেন। এরপর কম্পিউটার প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এবং এমবিএ করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। লোকসঙ্গীতশিল্পী ফারজানা ইভার লোকসঙ্গীতের গুরু বাংলাদেশের বিশিষ্ট লোকসংগীতশিল্পী চন্দনা মজুমদার। এছাড়াও উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ সালাহুদ্দিনের কাছে। ফারজানা ইভার গানের প্রতি অসীম আগ্রহের কারণে পরিবার থেকে পেয়েছেন পূর্ণ সহযোগিতা।

মাটির গানের শিল্পী ফারজানা ইভা ছোটবেলায় অসংখ্য প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তার প্রতি ছিল সকলেরই প্রসন্ন দৃষ্টি। সঙ্গীতশিল্পী ফারজানা ইভা পেয়েছেন বেশ কিছু পুরস্কার। তার মধ্যে উল্লেখযোগ্য হল লোকগীতিতে জাতীয় শিশু শিল্পী পুরস্কার।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400