বন্দী পাখির মত মনটা কেঁদে মরে

বন্দী পাখির মত মনটা কেঁদে মরে
Khurshid Alam
Khurshid Alam
  • 2 ভিডিও
  • 27 August, 2023
  • 224
  • 1
  • 1

আধুনিক গানের এই মহারথির জন্ম ১৯৪৬ সালের ১লা আগস্ট জয়পুরহাটের হারুনজা গ্রামে। বাবা এ, এফ তসলিমুদ্দিন আহমেদ এবং মা মেহেরুন নেসা খানম। তার শৈশব ও যৌবনের পুরোটাই কেটেছে পুরান ঢাকার নাজিরাবাজারে। নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এই গুণী।

সংগীতে তাঁর প্রথম গুরু, চাচা ডা: আবু হায়দার সাজেদুর রহমান এবং স্কুলের সংগীত শিক্ষক শেখ আবুল ফজল।
১৯৬২ এবং ১৯৬৩ সালে মোঃ খুরশীদ আলম তৎকালীন ইষ্ট পাকিস্তান এডুকেশন উইকে রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক গান বিভাগে পর পর দু’বার প্রথম স্থান অধিকার করেন।
১৯৬৬ সালে তিনি সরকারি সঙ্গীত কলেজে ভর্তি হন এবং একই সঙ্গে ছায়ানট থেকে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন।

এই সঙ্গীতজ্ঞ বাক্তিগত জীবনে কুলসুম আক্তার রীনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৭৪ সালে। তাঁদের দুই মেয়ে। বড় মেয়ে মেহরীন আলম এবং ছোট মেয়ে মিনহাজ আলম। 
গুণী এই শিল্পী চাকরি করেছেন (বিসিআইসি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে, অবসর নেন ২০০০ সালে। এখন তাঁর সারাদিন কাটে গান নিয়েই।