প্রেস রিলিজ

একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ হল সংবাদমাধ্যমের সদস্যদের তথ্য সরবরাহের উদ্দেশ্যে, একটি দাপ্তরিক বিবৃতি প্রদান বা কোনও ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া একটি দাপ্তরিক বিবৃতি।

‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গাইবেন তিন্নি
May 24
‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গাইবেন তিন্নি

নিজের ও শ্রোতাদের পছন্দের গান গাইতে সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি হাজির হচ্ছেন এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত সঙ্গীত আয়োজন ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে।  

রোববার (১৪ আগস্ট) রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটির পঞ্চম পর্বে গান গেয়ে সব বয়সের শ্রোতাদের মাতাবেন এই শিল্পী।
 
এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’ অনুষ্ঠানটি।  

তিন্নির সঙ্গীতে হাতেখড়ি ২০০৬ সালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সঙ্গীতের শিক্ষক প্রয়াত মায়া ঘোষের কাছে। তালিম নিয়েছেন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিক্ষক রেজওয়ান আলী লাভলুর কাছেও।

২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় সেরা ছয়-এ ছিলেন তিন্নি। সেখান থেকেই শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। ২০১৯ সালে প্রকাশিত তিনি তার প্রথম মৌলিক একক গানে ‘শরত আমার স্নিগ্ধতা’র জন্য সেরা নবাগত সঙ্গীতশিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পান।  

এরপর দেশের প্রথম সারির প্রায় সবগুলো বেসরকারি টিভিতে গান করেন তিন্নি। পেয়েছেন দর্শক-শ্রোতার ভালোবাসা।