ডালিয়া নওশিন,এম এ মান্নান
“আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এম. এ. মান্নান ও ডালিয়া নওশিন। ডালিয়া নওশিন ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মাত্র ১৪ বছরের কিশোরী ছিলেন। আর এম. এ. মান্নান ছিলেন ২০ বছরের টগবগে এক তরুণ। মান্নানের শিক্ষা গুরু সোহরাব হোসেন, হাসমত আলী চৌধুরী, নারায়ণচন্দ্র বসাক, ওস্তাদ ফুল মোহাম্মদ। ডালিয়া নওশিন বিভিন্ন সময় কালীচরণ বন্দ্যোপাধ্যায়, অরকুট কন্নাবিরণ, বারীণ মজুমদার, জসরাজ, সগির উদ্দিন খান ও মাসকুর আলী খানের শিক্ষার্থী ছিলেন। ক্রমেই তিনি নজরুল সঙ্গীতের দিকে ঝুঁকে পড়েন।