আজাদ রহমান শাকিল
Episode: 0
আজাদ রহমান শাকিল
গেন্ডারিয়া, ঢাকা

আপনার নেটওয়ার্কে ৮৪৪ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

আজাদ রহমান শাকিল। ‘মাস্টার শাকিল’ নামেই যিনি সর্বাধিক জনপ্রিয়।
একজন শিশুশিল্পী হিসেবে ‘মাস্টার শাকিল’ নামে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ১৯৭৮ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘ডুমুরের ফুল’ সিনেমাতে প্রথম অভিনয় করেন শাকিল। এ সিনেমা থেকেই তাঁর দর্শকপ্রিয়তার শুরু। ‘ডুমুরের ফুল’ সিনেমার ‘আপায় কইছে, বাল্যশিক্ষা কিন্যা দিছে’ গানের দৃশ্যের অভিনেতা ও কণ্ঠশিল্পী হিসেবে এখনো সবার কাছে পরিচিত। 

এই শিল্পীর জন্ম ১৯৬৯ এর ১৪ অগাস্ট ঢাকার গেন্ডারিয়ায়। বাবা মোঃ আব্দুল মতিন, মা নুরুন নাহার মায়া। পাঁচ ভাই এক বোনের মধ্যে শাকিল সবচেয়ে ছোট। 

পারিবারিকভাবে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন শাকিল। বাবা গান ভালোবাসতেন বলে গানের শুরু ছোটবেলা থেকেই। ভাইদের সাথে তিনিও গান শিখতেন। নতুন কুঁড়িতে অংশ নিয়ে ছড়াগান ও একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করেন ‘মাস্টার শাকিল’। 

এই শিল্পীর গানে হাতেখড়ি পরিতোষ চ্যাটার্জির কাছে। এরপর গোলাম আম্বিয়া ও মনুতোষ দেব-এর কাছে তালিম নেন। সেঝ ভাই সোহেল রহমানের সাথে একসঙ্গে অভিনয় করতেন, জড়িত ছিলেন শিশুসংগঠনের সাথে, মঞ্চেও অভিনয় করতেন তাঁরা। সেই সময়ে তাঁদের একটি ব্যান্ড দল ছিল।

১৯৭৮ সালের চলচ্চিত্র ‘ডুমুরের ফুল ’ এবং ১৯৮০ সালের চলচ্চিত্র ’ডানপিঠে ছেলে’ তে শিশুশিল্পী হিসেবে অসাধারণ অভিনয়ের সুবাদে দু’বার শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাকিল। দর্শকনন্দিত চলচ্চিত্র'পুরস্কার'-এ শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা হিসেবে তৃতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। 

প্রথম সিনেমায় অভিনয়ের ৪ দশক পেরিয়ে সেই মাস্টার শাকিল আজ আর শিশুশিল্পী নেই, এখন তিনি একজন পরিণত মানুষ। তিনি কেবল একজন ভালো অভিনেতাই নন একজন চমৎকার কণ্ঠশিল্পীও। নিজে গান লিখেন, নিজেই সুর করেন এবং গান করেন। তাঁর প্রথম গাওয়া গান ‘থাকবো না আর এই আবেশে’। 
‘গানের জগতে শাকিল’, ও ‘তুমি আমার ভালোবাসা' নামে দু’টি একক এবং ‘নতুন করে আমরা’ নামে একটি মিশ্র অ্যালবাম প্রকাশ পেয়েছে তাঁর।

১৪ টি সিনেমায় অভিনয় করা এই শিল্পীর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘ডুমুরের ফুল’, ‘ডানপিটে ছেলে’, ‘পুরস্কার’, ‘দেবদাস’, ‘দিন যায় কথা থাকে’, ‘ঘর–সংসার’ ‘এখনো অনেক রাত’ ইত্যাদি। সিনেমা ছাড়াও শাকিল অভিনীত নাটক রয়েছে শতাধিক। তাঁর অভিনীত বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ঢাকায় থাকি’, ‘সংশপ্তক’, ‘মাটির কোলে’ ইত্যাদি। পরবর্তীতে নিজে অনেক নাটক পরিচালনা করেছেন। নাটক প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি। 

পুরনো ঢাকার আদি বাসিন্দা শাকিল ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্যসঙ্গী খালেদা রহমান আর ২ পুত্র তাবরেজ রহমান দান্তে ও ফাওয়াদ রহমান দানিশকে নিয়ে তাঁর সংসার। 
বর্তমানে ব্যবসা-বাণিজ্যের অবসরে গান আর অভিনয় নিয়েই ব্যাস্ততা তাঁর। স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণের। 

আজাদ রহমান শাকিলের আগামীর পথচলা আরও গৌরবোজ্জ্বল হোক এই প্রত্যাশা করে আজ গানের দিন পরিবার।
 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400