ওগো মৃত্যুঞ্জয়ী নেতা বঙ্গবন্ধু

ওগো মৃত্যুঞ্জয়ী নেতা বঙ্গবন্ধু
Timir Nandy
Timir Nandy
  • 2 ভিডিও
  • 27 August, 2023
  • 103
  • 2
  • 0

যখন মাত্র সাড়ে তিন বছর, তখন থেকেই কোন ওস্তাদ ছাড়াই তবলা বাজানো শুরু। পাঁচ বছর বয়সে নিজেই হারমনিয়ামে সুর তোলেন তিনি। তখন বিভিন্ন অনূষ্ঠানে ডাক পড়ে ছোট্ট তিমিরের।

১৯৬৯ খ্রিস্টাব্দে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশনে আধুনিক গানে ১ম হয়ে স্বর্ণপদক ও পল্লীগীতিতে ২য় হয়ে রৌপ্যপদক অর্জন করেন। তারপর থেকে রেডিও পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন সঙ্গীত পরিবেশন করেন। 

বাবা সরকারী চাকুরী করতেন বিধায় তিমির নন্দীকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে হয়। সেই সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন গুণী শিল্পীর সান্নিধ্য পেয়েছিলেন। 

১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে গান গেয়ে প্রেরণা জেুগিয়েছেন মুক্তিকামী লাখো যোদ্ধাকে।