একতারা তুই দেশের কথা

একতারা তুই দেশের কথা
Nilima Akter
Nilima Akter
  • 2 ভিডিও
  • 05 June, 2023
  • 140
  • 2
  • 0

শিল্পী নীলিমা আক্তারের জন্ম নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামে, ১৯৭৩ সালে। বাবা নরুল হক শিক্ষক ও মা আসমা হক গৃহিণী। তিন ভাই ও এক বোনের মধ্যে নীলিমা সবার বড়। তাঁর পড়ালেখা শুরু ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং কারমাইকেল বিশ^বিদ্যালয় কলেজ থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ডিমলা সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।