এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী।
অনুষ্ঠানটির চতুর্থ পর্ব রোববার রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঐশী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। আর গানের তালিম নিচ্ছেন আচার্য রেজওয়ান আলী লাভলুর কাছে। গানকে সঙ্গী করে কাটিয়ে দিতে চান সারা জীবন।
ঐশীর জন্ম ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে। শৈশব থেকেই গান শেখা শুরু করেন তিনি।
২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেন ঐশী। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
বর্তমানে টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মিডিয়ায় নিয়মিত গাইছেন এই শিল্পী।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।