সুজন আরিফ

সুজন আরিফ পেশাগতভাবে সংগীত জগতে পা রাখেন ২০০১ সালে। গানকে ঘিরেই তাঁর পথচলা। গান গাওয়ার পাশাপাশি তিনি গানের সুর এবং কম্পোজিশন করেন। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট সলো পারফর্মার, ‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ ২০০১’ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়াও অর্জনের ঝুলিতে রয়েছে সিজেএফবি কালচারাল অ্যাওয়ার্ড ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার।