নুশিন আদিবা

কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। আমাদের আজকের শিল্পী নুশিন আদিবাও তেমনই গুণী। গানের পাশাপাশি অভিনয়-নাচ-আবৃত্তি, এমনকি রান্নাও করেন চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭-র ফাইনালিস্ট এই শিল্পী! বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী নুশিন আদিবা শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন। জাতীয় গণসংগীত প্রতিযোগিতা, বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় পদক প্রাপ্তি তার উল্লেখযোগ্য অর্জন। সুজিত মোস্তফা, নাসের উদ্দিন, হেলাল আহমেদ প্রমুখ সংগীতগুরুর কাছে সংগীতে তালিম নেন তিনি।