কামাল আহমেদ
Episode: 0
কামাল আহমেদ
পাবনা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৯৬১ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

শিল্পী কামাল আহমেদ জন্মগ্রহণ করেন পাবনাতে। বাবা কিয়াম উদ্দিন বিশ্বাস এবং মা আজিজা খাতুন। উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন পর্যন্ত তাঁর বেড়ে ওঠা পাবনাতেই।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ঢাকায় এসে ছায়ানটে রবীন্দ্রসংগীতের তালিম নেয়ার অধ্যায়টি ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মোড়। সেখানে তিনি বহু গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন - ওয়াহিদুল হক, সনজীদা খাতুন, ইখতিয়ার ওমর, সিরাজুস সালেকিন প্রমুখ। শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে তালিম গ্রহণ করেন তিনি।

কামাল আহমেদ বর্তমানে বাংলাদেশ বেতার এর অনুষ্ঠান বিভাগীয় পরিচালক হিসেবে কর্মরত আছেন। মাঝে বাংলাদেশ টেলিভিশনে তিন বছর কাজ করেছেন। কামাল আহমেদের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত, আধুনিক গান, বঙ্গবন্ধু নিবেদিত গান ইত্যাদি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল – 'নানা রঙের দিনগুলি', 'পথ চাওয়াতেই আনন্দ', 'গোধূলি', 'বেঁধেছি আমার প্রাণ', 'মহাকবি', 'অধরা', 'রাজনীতির কবি', 'স্মৃতির শহর' ইত্যাদি, যে গানগুলো নিয়মিতভাবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হয়। কামাল আহমেদ ভারত, শ্রীলঙ্কা এবং কানাডাতে বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেছেন।    

তাঁর উল্লেখযোগ্য কিছু মিউজিক ভিডিওর গানের শিরোনামগুলো হল ‘ভুলিতে পারিনা’ (রবীন্দ্রসংগীত), ‘ভালবেসে যদি’ (রবীন্দ্রসংগীত), ‘মেঘ রং’ (আধুনিক) ইত্যাদি। তিনি একক সংগীত পরিবেশন করেছেন দেশের স্বনামধন্য বেশ কিছু অডিটোরিয়ামে - ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, জাতীয় জাদুঘর, রাজশাহী বেতার শিল্পী সংস্থা ইত্যাদি। সংগীতে অবদানের জন্য তিনি অর্জন করেন সার্ক কালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত অ্যাওয়ার্ড ইত্যাদি। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400

শিল্পীর ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • তোমার অসীমে
    1
  • তোমার অসীমে
  • কামাল আহমেদ
  • 5:24
  • দিনগুলি মোর সোনার খাঁচায়
    2
  • দিনগুলি মোর সোনার খাঁচায়
  • কামাল আহমেদ
  • 4:51
  • এই উদাসী হাওয়ার পথে পথে
    3
  • এই উদাসী হাওয়ার পথে পথে
  • কামাল আহমেদ
  • 4:45
  • যদি জানতেম আমার কিসের ব্যথা
    4
  • যদি জানতেম আমার কিসের ব্যথা
  • কামাল আহমেদ
  • 5:55
  • আমার জীবন পাত্র উচ্ছলিয়া
    5
  • আমার জীবন পাত্র উচ্ছলিয়া
  • কামাল আহমেদ
  • 4:41
  • আমারো পরানো যাহা চায়
    6
  • আমারো পরানো যাহা চায়
  • কামাল আহমেদ
  • 5:4
  • আকাশ ভরা সূর্য তারা
    7
  • আকাশ ভরা সূর্য তারা
  • কামাল আহমেদ
  • 4:1