আলী সুমন
Episode: 0
আলী সুমন
ঢাকা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৮৮৮ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

শিল্পী আলী সুমন এর জন্মস্থান ঢাকা। শিশু বয়স থেকেই তিনি সংগীতের সাথে জড়িত। তৃতীয় শ্রেনীতে পড়া অবস্থায় হাতেখড়ি নেন সংগীতে। সুমন ১৯৮৭ সালে সিএইচআইএমই ব্যান্ড-এ ভোকালিস্ট হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে নিজেই ‘পেন্টাগন’ নামক ব্যান্ড প্রতিষ্ঠা করেন। আর নিয়মিতভাবে কাজ করেন ভোকালিস্ট, এ্যকস্টিক গিটারিস্ট এবং পারকাশনিস্ট হিসাবে।

শিল্পী সুমন প্রতিষ্ঠিত ‘পেন্টাগন’ ২০১৪ সালে আরটিভির ‘সেরা ব্যান্ড অ্যাওয়ার্ড’এ প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৩ সালে ‘‘এমটিবি এবং তারা বাংলা’র আয়োজনে পেন্টাগনের ১০টি গান সমগ্র ভারতে প্রচার করা হয়। তার মৌলিক গানের মধ্যে রয়েছে-বন্ধু হতে চাই, এ কোন দ্বিধায়, তোমায়, বৃষ্টি, ভেসে এসো, সংশয় ইত্যাদি উল্লেখযোগ্য।

মো: আব্দুস সালাম ও মুসলিমা বেগম এর ৬ সন্তানের মধ্যে একমাত্র ছেলে সুমন। ঢাকা বিশ্বিবিদ্যালয় থেকে এম. কম. শেষ করেছেন। গানের জগতে তালিম নিয়েছেন-রাম মোহন গোপাল সামন্তের কাছে। তার পছন্দের শিল্পী তালিকায় রয়েছেন-রফিকুল আলম, শাহনাজ রহমতুল্লাহ, মিতালি মুখার্জি, এরিক ক্ল্যাপটন প্রমূখ। 

সময় পেলে তিনি ভ্রমণ করতে ভালোবাসেন। বর্তমানে নিজের ব্যান্ড ‘পেন্টাগন’ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400