রাকিবা ইসলাম ঐশীর জন্ম ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে। তিনি মো. রফিকুল ইসলাম ও আতিফা ইসলাম সাথী দম্পতির একমাত্র সন্তান। শৈশবে ঐশী তার ছোট খালাকে অনুকরণ করে গান গাওয়ার চেষ্টা করতেন এবং একসময় তার কাছেই গান শেখা শুরু করেন। পরে গানের সারগাম রপ্ত করেন সুনামগঞ্জের জামালগঞ্জের স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র বণিকের কাছে। এরপর তালিম নেন সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জনের কাছে।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।