অনন্যা আচার্য্য

সঙ্গীত শিল্পী হিসেবে খুব কম সময়েই উৎকর্ষের স্বাক্ষর রেখেছেন অনন্যা আচার্য্য। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে প্রথম পারফর্ম করেন অনন্যা। তার কণ্ঠে ‘কেউ একজন’, ‘অল্প বয়সকালে’ গানগুলো দর্শকপ্রিয়তা পায় । সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০০৬ ও ২০০৭ সালে স্বর্ণপদক পেয়েছেন জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায়। আর ২০০৮ ও ২০০৯-এ ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এ ছিলেন যথাক্রমে ১৬তম ও ৬ষ্ঠ অবস্থানে। ২০১১ সালেও পান শেখ রাসেল জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক।