আফসানা ইমা
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক সম্ভাবনার নাম আফসানা ইমা। এই গানের পাখি পড়াশুনার পাশাপাশি গান রেকর্ডিং এবং বিভিন্ন রিয়েলিটি শো ও স্টেজ শো-তে অংশগ্রহণ করছেন। সংগীত জগতে ইমার আদর্শ সাবিনা ইয়াসমিন, বেবি নাজনিন ও লতা মুঙ্গেশকর। সংগীত অনুরাগী ইমা ভবিষ্যতে সঙ্গীতেই প্রতিষ্ঠিত হতে চান।