ইমরান খন্দকার

সাদাকালো দুঃখ, তোমার বারান্দায়, কলিজাতে দাগ লেগেছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, একটু যদি… - এমন সব গান দিয়ে দর্শক মনে স্থান করে নিয়েছেন শিল্পী ইমরান খন্দকার। আজ তাঁর গান শুনবো আমরা। ইমরান খন্দকারের জন্ম যশোরে। বাবা খোন্দকার আবুল বাসার, মা জহুরুন নেছা। তিন ভাইবোনের মধ্যে সবার বড় ইমরান। তাঁর সঙ্গীতে হাতেখড়ি মায়ের কাছে- সেইদিক থেকে তিনি সৌভাগ্যবান। পরবর্তী সময়ে গুরু মাহবুব রাসেল, আবদুস শহীদ, নিবাস কুমার মণ্ডল, অখিল বিশ্বাস, বিপ্লব সান্যাল, সুকুমার দাস, পান্না দে, লক্ষী রানী বৈদ্য প্রমুখের কাছে সঙ্গীতশিক্ষা লাভ করেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় শিখেছেন গুরু সুকুমার দাসের কাছে।