কেয়ারলেস হুইসপার

কেয়ারলেস হুইসপার
Kazi Zobair Kaiser
Kazi Zobair Kaiser
  • 9 ভিডিও
  • 05 June, 2023
  • 52
  • 2
  • 0

কাজী যোবায়ের কায়সার পাভেল সাম্প্রতিককালের সুপরিচিত যন্ত্রসঙ্গীত শিল্পী। তাঁর জন্ম ১৯৮২ সালে চাঁদপুরে। মা আফরোজা বেগম, বাবা কাজী কায়ছারুজ্জামান। সুরের প্রতি পাভেলের ভালোবাসা ছোটবেলা থেকেই। দেশের স্বনামধন্য গিটারিস্ট রূপু আজিমের হাত ধরে তিনি দেশের সঙ্গীত জগতের মূল ধারায় প্রবেশ করেন। এরপর ধীরে ধীরে স্বচেষ্টায় রপ্ত করেন বাঁশি, গিটার ও কি-বোর্ড। ক্রমে ক্রমে তার বাদ্যযন্ত্রের তালিকায় যুক্ত হয়েছে স্যাক্সোফোন, মেলোডিকা, সিলভার ফ্লুট, টিন হুইসেলসহ আরও বিভিন্ন বাদ্যযন্ত্র।