বাংলাদেশের চলচ্চিত্র সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে বাংলাদেশ সরকার থেকে একুশে পদক পান জনপ্রিয় এই শিল্পী। এর আগে ২০১৭ সালে ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। ২০১৯ সালে সিটিব্যাংক (নিউইয়র্ক) কর্তৃক ‘গান এ গান এ গুনিজন’ সংবর্ধনায় আজীবন সম্মাননা লাভ করেন।
আধুনিক গানের এই মহারথির জন্ম ১৯৪৬ সালের ১লা আগস্ট জয়পুরহাটের হারুনজা গ্রামে। বাবা এ, এফ তসলিমুদ্দিন আহমেদ এবং মা মেহেরুন নেসা খানম। তার শৈশব ও যৌবনের পুরোটাই কেটেছে পুরান ঢাকার নাজিরাবাজারে। নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এই গুণী।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।