কানিজ খাদিজা তিন্নি
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবং জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে দুটি স্বর্ণ ও দেশাত্মবোধক গানে রৌপ্যপদক জয়ী কানিজ খাদিজা তিন্নি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ও সমাদৃত সঙ্গীতশিল্পী। তাঁর জন্ম নারায়ণগঞ্জে। মা রুনা লায়লা ও বাবা কাওসার ইমাম।